নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আইভী : সভায় নানক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আইভী মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আইভীকে নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি। নৌকার প্রার্থী আইভী  আইভী হঠাৎ করে আপনাদের মাঝে আসেনি। অগ্নি পরীক্ষায় পরীক্ষিত সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কে ? সে আমাদের আইভী। সেই আইভীর আজকের পথসভায় আমি যদি ঢাকা থেকে না আসতামআমি বিশ্বাস করতে পারতাম না। আমি তো মাথা থেকে মাথা দেখতেই পারছি না। ১৪ই জানুয়ারি শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ২নম্বর রেল গেইট এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি আরও বলেন, মনে রাখবেন কেউ কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। গতকাল (১৩ই জানুয়ারি বৃহস্পতিবার) আমরা প্রশাসনকে বলেছি কোনো বিশৃঙ্খলা নারায়ণগঞ্জে হতে পারবে না। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের উঁকিঝুঁকি আমরা মানবো না।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১৬ তারিখ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আজকের পথসভা। পথসভায় আমাদের সাবেক মেয়র মরহুম জননেতা আলী আহমদ চুনকার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার স্নেহের পাত্রী। তিনবার তিনি নারায়ণগঞ্জের মেয়র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, নারায়ণগঞ্জ আসনের এমপি নজরুল ইসলাম বাবুসহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে নেত্রী মনোনয়ন দিয়েছেন। আমরা কথাও বলতে পারিনি। নেত্রী বোর্ডে বসেই বললেন এখানে কোনো আলোচনা হবে না। আমার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

এদিকে পথসভায় নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ছাড়াও ফতুল্লা, পাগলা, রূপগঞ্জ, আড়াইহাজার সোনারগাঁয়ে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আপনারা আইভীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে তার সালাম পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, আমার পক্ষ থেকে যদি সেলিনা হায়াৎ আইভী নির্বাচিত হয়। তাহলে নারায়ণগঞ্জের উন্নয়নের সব দায়িত্ব আমি নেব।

add-content

আরও খবর

পঠিত