নারায়ণঞ্জ বার্তা ২৪ ( বিনোদন ডেস্ক ) : ঢাকা অ্যাটক ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তাসকিন রহমান। সেই যে শুরু হয়। চলচ্চিত্রে অভিনয়ে নিয়মিত এখন তিনি। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে যাচ্ছেন। এবার সুখবর দিলেন তাসকিন। বিয়ে করেছেন তিনি। পাত্রী নারায়ণগঞ্জের মেয়ে জান্নাতুল ফেরদৌস চেরি।
গত ১১ জুন রাজধানীর উত্তরায় পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়েছে। তবে বৃহস্পতিবার (২০ জুন) বিয়ের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তাসকিন রহমান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারিড দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তাসকিন বলেন, আমার স্ত্রী জান্নাতের সঙ্গে প্রথম পরিচয় ৮ মাস আগে। একটি পার্টিতে প্রথম ওর সঙ্গে দেখা হয়। তারপর টুকটাক কথাবার্তা, পরিচয়। গত দুই-তিন মাস ধরে আমাদের প্রেম হয়। পরে দুজনে সিদ্ধান্ত নিই বিয়ে করার। পরিবারকে বিষয়টি জানালে তারাও আপত্তি করেননি। এভাবেই বিয়েটা করে ফেললাম।
তাসকিন আরও জানান, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হলেও এক-দেড় মাসের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
তাসকিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বেড়ে ওঠা ইতালির মিলান শহরে। দুই ভাই এক বোনের পরিবার। জান্নাত সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়ছেন। সম্প্রতি দেশে ফিরে এসেছেন।
তাসকিন বলেন, আমি যেহেতু অস্ট্রেলিয়া বেইজড। ফলে আমাদের অস্ট্রেলিয়াতেই বেশি থাকা হবে।
ঢাকা অ্যাটাক-এর পর যদি একদিন ছবির মাধ্যমে নতুন করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সংসার একমাসের মধ্যেই ভেঙে যায়।