নারায়ণগঞ্জের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তা। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে এ অভিযান শুরু হয়। এর মধ্যে সদর উপজেলার ৩ ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধের গায়ে মূল্য না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

সকাল ১১টায় ফতুল্লার পাগলা, নয়ামাটি ও পূর্ব দেলপাড়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বাজার অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা পুলিশ ও ক্যাবের সদস্যবৃন্দ। অভিযানে পাগলা এলাকার নিউ আল হাসান ফার্মেসিকে ১০ হাজার টাকা, নয়ামাটি এলাকার আল হাসান ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং পূর্ব দেলপাড়ার আল আমানাহ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এই বাজার অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধের গায়ে মূল্য না থাকায় ফার্মেসীগুলোকে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডর ঔষধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বেলা ১২টায় বন্দর সোনাকান্দা, ফরায়েজীকান্দা, রেল লাইন রোড, উইলসন রোড এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. ওয়াহিদুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কামরুল হাসান মারুফ জানান, আজ দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা, ফরায়েজীকান্দা, রেল লাইন রোড, উইলসন রোড এলাকার ঔষধ দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেট ঔষধ বিক্রয়, নির্ধারিত মূল্যের পরিবর্তে অধিক মূল্যে ঔষধ বিক্রয় ও লাইসেন্স না থাকায় ৩ ফার্মেসিকে ড্রাগ আইন ১৯৪০ এ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

add-content

আরও খবর

পঠিত