নারায়ণগঞ্জের ফতুল্লায় উদযাপিত হল পবিত্র ঈদুল ফিতর

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : সৌদি আরবের সাথে মিল রেখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন লামাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন জাহাঁগিরিয়া তরিকার ও মীর্জাখালী দরবার শরীফের অনুসারীরা। রবিবার ২৫ জুন সকালে হযরত শাহ্ সূফী মমতাজিয়া এতিম খানা ও হেফজখানা মাদ্রাসা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার থেকে আগত ‘জাহাগিয়া তরিকার’ অনুসারীরা এখানে ঈদের নামাজ আদায় করেন। এরা চট্টগ্রামের চন্দনাইশ শাহ সূফী দরবার শরীফের মুরিদ।

জানা গেছে, প্রায় দু’শ বছর আগে সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা মুখলেছুর রহমান (রহ:) একদিন আগে অর্থাৎ পৃথিবীর অন্য যেকোন দেশে চাঁদ দেখা গেলেই রোজা, ঈদ পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জাখীল দরবারের অনুসারীরা এ নিয়ম পালন করে আসছেন।

হযরত শাহ্ সূফী মমতাজিয়া মাদ্রাসার ইমাম মুফতি মাওলানা আনোয়ার হোসেন জানান, তারা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখেই রোজা ও ঈদ উদযাপন করেন। এছাড়াও ফতুল্লায় বসবাসরত সাতকানিয়ার মির্জাখালী দরবার শরীফের মুরিদরা এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

add-content

আরও খবর

পঠিত