নারায়ণগঞ্জের জিন্দা পার্কে সিয়াম-পূজা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের আলোচিত জুটি সিয়াম-পূজা। পোড়ামন-২, দহন সিনেমায় জুটি বেঁধে আলোচনায় আসেন তারা। এ জুটি এবার (শান) নামে একটি নতুন সিনেমায় কাজ করছেন। এরই মধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

এদিকে (১০ জুন) থেকে নারায়ণগঞ্জের জিন্দা পার্কে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং হচ্ছে। গত ২৬ মে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এম. রাহিম পরিচালিত সিনেমাটির শুটিং দেশের বিভিন্ন স্থানে হবে বলে সূত্রে জানা গেছে।নারায়ণগঞ্জের জিন্দা পার্কে সিয়াম-পূজা(শান) সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন সাইফুল শাহীন। কুইক মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন (ঢাকা অ্যাটাক) খ্যাত তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ অনেকে।

add-content

আরও খবর

পঠিত