নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার ৩৫তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ – নারায়ণগঞ্জস্থান । কেক কেটে উদযাপন সহ সংক্ষিপ্ত আলোচনা ও একেঅপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও ছিল নারায়ণগঞ্জ সম্পৃক্ত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান।
শুক্রবার ১৫ ফেব্রুয়ারী বিকেলে শহরের জিমখানায় অবস্থিত শেখ রাসেল নগর পার্কে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরফীন রওশন হৃদয়, রেজওয়ান আমিন, অপু, মডারেট সনিয়া, বিডি ক্লিন নারায়ণগঞ্জের উপদেষ্টা বিজয় সহ গ্রুপের অন্যান্য মেম্বাররা।
নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরফীন রওশন হৃদয় বলেন, এবার অনুষ্ঠানটা নারায়ণগঞ্জ জেলার জন্মদিন নিয়ে। আমরা একত্রিত হই সকলের মাঝে একটা সম্পর্ক তৈরী করার জন্য এবং গ্রুপের পরবর্তি প্রোগ্রামের দিকগুলো সকলের মাঝে তুলে ধরার জন্য। আমরা নারায়ণগঞ্জের জন্য কিছু করতে চাই। নারায়ণগঞ্জ সম্পর্কিত যত সমস্যা আছে আপনারা তা গ্রুপে তুলে ধরেন। দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম সুন্দর জেলায় পরিণত হবে।
গ্রুপের মেম্বাররা বলেন, গ্রুপে কমেন্ট বক্সে অনেকে ঝগড়া করেন। এগুলো না করে যাতে সকলের সাথে ভালো ব্যবহার করবেন। এছাড়া গ্রুপের একটি বড় দিক হচ্ছে রক্তদান কর্মসূচি। সবাই চাইলেই রক্তদান করতে পারেন। রক্তদানে ইচ্ছুক অথবা রক্তের প্রয়োজন হলে সবাই গ্রুপে পোস্ট করবেন। এছাড়া নারায়ণগঞ্জের সব সমস্যা গ্রুপে তুলে ধরলে আমরা গ্রুপটাকে মানুষের সেবায় ব্যবহার করতে পারব।
এসময় আগামী ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ওইদিন গ্রুপের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় চাষাঢ়া বালুরমাঠ থেকে র্যালি বের করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে সকল মেম্বারদের অংশগ্রহণের মধ্য থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে বুলেট টেলিকমের সৌজন্যে পুরষ্কার প্রদান করা হয়।