নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও এমপি শিরীন আখতার বলেছেন, আধুনিক নারায়ণগঞ্জ দেখতে চাই। সুন্দর হোক আমার শহর, কিন্তু আমার হকার ভাইরাও যাতে তাদের অধিকার পায় এটিও আমাদের মনে রাখতে হবে। তারাও যেন বাঁচতে পারে এটিও খেয়াল রাখতে হবে। শামীম ওসমান বলেছেন সিঙ্গাপুরের মতো নারায়ণঞ্জ করবেন। আমরাও অবশ্যই চাই নারায়ণগঞ্জকে সিঙ্গাপুর করবেন শামীম ওসমান । অবশ্যই উন্নয়ন হোক নারাযণগঞ্জে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ মহানগরের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শিরীন আখতার বলেন, ১৯৭১ এ মুক্তিযুদ্ধ করেছিলাম। দেশ এখন স্বাধীন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর সপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। কিন্তু তারঁই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশে উন্নয়ন করে যাচ্ছে। ফ্লাইওভার ব্রীজ হয়েছে, যেখানে আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হত। এখন মুর্হুতেই পৌছে যেতে পারি। মেট্রোরেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে। আমরা সমুদ্র জয় করেছি, যা নাকি এই বালাদেশের চেয়েও বিশাল। তাই এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর হোসাইন আখতার, শওকত রায়হান, বক্তা কাজী সিদ্দিকুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।