নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার): নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রভাবশালী নেতা ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ। রোববার (১৯ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাদের প্রতিনিধিরা।
শামীম ওসমান আওয়ামী লীগ থেকে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নিয়ে গঠিত এই আসনে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যদিও কিছুদিন পূর্বে শামীম ওসমান এক সমাবেশে বলেছিলেন দলীয় প্রধান শেখ হাসিনাকে তাঁকে মনোনয়ন না দিতে চিঠি দিয়েছেন বলে উল্লেখ করেন।
১৯৯৬ সালে শামীম ওসমান প্রথম এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হয়ে দেশ ত্যাগ করেন। দেশে ফিরে এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এবং ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
কাউসার আহমেদ পলাশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। শ্রমিক রাজনীতিতে রয়েছে পলাশের বিশাল প্রভাব। পরিবহন ও শ্রমিক পোশাক শ্রমিকদের নেতৃত্ব দেন তিনি। তিনি বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি।