নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা ১০ দফা দাবি জানান।
দাবি গুলোর মধ্যে রয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং আন্দোলনে নিহত আহতদের সঠিক তালিকা প্রকাশ করা, নিহত শিক্ষার্থীদের স্মরণে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ম্যুরাল নির্মাণ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দালাল ও দুর্নীতিমুক্ত করা চাঞ্চল্যকর হত্যাকান্ড ত্বকী-চঞ্চল-আশিক-ভুলু-মিঠু হত্যার বিচার শুরু করতে হবে এবং সকল মিথ্যা মিথ্যা ও রাজনৈতিক মামলা নিষ্পত্তি করা। অবৈধ অস্ত্র উদ্ধার এবং কিশোর গ্যাং এর শেল্টারদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হবে।পরিবহন খাতে চাঁদাবাজি -নৈরাজ্য বন্ধ করে বাসভাড়া কমাতে হবে। বিআরটিসি বাসের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। পোশাক শিল্পখাতে জুট সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়মিত তদারকি ও সরকারি হাসপাতালের সেবা ও মান বৃদ্ধি করতে হবে এবং দালাল ও সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। খাল-বিল-মাঠ ও সরকারি সম্পত্তি দখল মুক্ত করে জনকল্যানে ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রানী সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।