নারায়ণগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারের ৩য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান।

সভায় আরো উপস্থিত ছিলেন এনসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ সভাপতি সোহেল আক্তার সোহান, পরিচালক জাকারিয়া ওয়াহিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সেলিম হোসেন, সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন ও অনুমোদন করানো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি লিখিত প্রতিবেদন পাঠ করেন। পরে ব্যবসায়ীদের সম্মতিতে এনসিসিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন করা হয়।

সভাপতির বক্তব্যে এনসিসিআই সভাপতি মাসুদুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না।’

তিনি আরও বলেন, আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

add-content

আরও খবর

পঠিত