নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : বানিজ্য নয় সেবা দেয়ার প্রত্যয়ে ছালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়ন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্য্যালয়ের বিপরীতে ধানসিঁড়ি আবাসিক এলাকায় ৭ তলা ভবনটির ছাদে এর শুভ উদ্বোধন করা হয়েছে। ফউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়ার সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরনবী ওসমানী।
এ বিষয় আয়োজক মোহাম্মদ হাসান মিয়া জানায়, এ ইভেন্ট প্যাভিলিয়নটি বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য একটি অনন্য স্থান। আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি যা পঞ্চাশ উর্ধ ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরী করবে। সেই সাথে নারী উদ্যোক্তাদের সাবলম্বী হতে উৎসাহী করবে। ফিউশন টাচ প্যাভিলিয়নে উচ্চ-মানের পার্টি ভেন্যু খোঁজার সময় তরুণ দম্পতি, পরিবার এবং বন্ধুদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবে। আমরা বুঝতে পারি যে আর্থিক সীমাবদ্ধতা এই ধরনের উদযাপনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমরা নারায়ণগঞ্জের হামিদা খাতুন রেসিডেন্সির উপরের তলায় একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং প্রাণবন্ত ইভেন্ট প্যাভিলিয়ন তৈরী করেছি। আমাদের স্থানটি মিটিং এর জায়গা থেকে শুরু করে প্রাণবন্ত ডিজে জোন, গেম জোন, বার-বি-কিউ এরিয়া, ৩৬০ ডিগ্রী সেলফী মেশিন এবং এমনকি একটি চিত্তাকর্ষক জলের ফোয়ারা পর্যন্ত অগণিত সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত ।
তিনি আরো বলেন, এখানে বাচ্চাদের ইনডোর পার্ক এবং একটি খোলা রান্নাঘর অফার করি, সাথে অতিথিদের তাদের নিজস্ব খাবার রান্না করার সুযোগও রেখেছি৷ আমরা স্থানীয় নারী উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্ব করেছি যা স্থানীয় নারী উদ্যোক্তাদের বাড়িতে বসে রান্না করার ব্যবসায় প্রাণ যোগাবে। আমরা ছালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে বাড়িতে তৈরী খাবার উদ্যোক্তাদের নিয়ে ৩০ ও ৩১ মে দুদিন ব্যাপী ফুড এক্সিবিউশন করছি। এখানে দুইটা বেনিফিট আসবে রন্ধন শিল্পের নারী উদ্যোক্তাদের পরিচিতি, গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে। আর আমরা ফিউসন টাচ ভালোমানের উদ্যোক্তাদের সাথে এই প্যাভিলিয়নে খাবার নেয়ার চুক্তিতে আসতে পারবে ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফিউশন টাচ ইভেন্টের প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত আলী, মিনারুল ইসলাম, সাইদুর রহমান, জি.এম. মো: গোলাম রাব্বি, নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।