নারায়ণগ‌ঞ্জে শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজের যাত্রা শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪: আমরা নারী আমরাও পারি এ স্লোগান কে সামনে রেখে পুরুষের পাশাপাশি নারীরাও আজ জীবন যুদ্ধের রণাঙ্গনে এক একজন অগ্রসৈনিক। ঘরে গৃহিণী বাইরে তারা উদ্যোক্তা রণাঙ্গিনী। এমনই এক যোদ্ধা নারীর নাম শফুরা বেগম। উদ্যোক্তা জীবনের সূদীর্ঘ পথ পেরিয়ে সফলতার নতুন স্বপ্ন বাস্তবায়নে শুভ উদ্বোধন হল জয়িতা প্রাপ্ত নারী উদ্যোক্তা শফুরা বেগমের ব্যবসায়িক প্রতিষ্ঠান “শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ”।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়ন এলাকার নাগিনা জোহা সড়কের তল্লা সিকশন বাড়ি তথা সবুজবাগে অবস্থিত রেনু সুপার মার্কেটের এই ফ্যাশন হাউজটি উদ্বোধন করা হয় গত ১০ জুন সোমবার বাদ মাগরিব। মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত তথা মিলাদ ও দোয়া মাহফিল এর পাশাপাশি নারায়ণগঞ্জের অসংখ্য স্বনামধন্য এবং সফল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে কেক কাটা উৎসবের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সিল্ক, সুতি, জর্জেটসহ দেশি বিদেশি রেডিমেটপন্য তথা ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, শাড়ী, ব্লাউজ, পেডিকোড, ব্রা, বোরখা, ব্যানটি ব্যাগ, কসমেটিকস, হস্তশিল্প পন্য, পাটজাত পন্য সহ থ্রি পিস, ব্লাউজ, পেডিকোডের পিস কাপড় ইত্যাদি পন্যের সমারোহ নিয়ে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

সোমবার সন্ধ্যায় শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ এর শুভ উদ্বোধন কালে শাহতাজ মুনমুন, ফারহানা ইয়াসমিন মুক্তা, শারমিন আক্তার হীরা, এডভোকেট মলি আক্তার সহ বিভিন্ন সফল নারী উদ্যোক্তা, পারিবারিক সদস্য এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন শম্ভুপুরা এলাকার মরহুম কলিমউল্লাহ মুন্সীর ২য় কন্যা এবং পাশ্ববর্তী গ্রাম দড়িগাঁও এলাকার কামরুল হুদার সহধর্মিণী এক পুত্র এক কন্যা সন্তানের জননী ডিগ্রীধারী এ উদ্যোক্তা নারী শফুরা বেগম। স্বামী সংসার সন্তান সামলিয়ে নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাই, ব্লক বাটিক, বিউটিফিকেশন, হস্তশিল্প, তাতশিল্প, পাটজাতশিল্প, বাঁশজাতশিল্প এবং রন্ধনশিল্পের প্রশিক্ষণ নিয়ে তিনি আজ একজন সফল নারী উদ্যোক্তা। এছাড়াও “শফুরা’স কিচেন” নামে রয়েছে তার আরও একটি স্বাস্থ্য সম্মত খাদ্য প্রস্তুত ও সরবরাহ প্রতিষ্ঠান।

যার মাধ্যমে নারায়ণগঞ্জ সহ পাশ্ববর্তী ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা প্রকার পার্টি প্রোগ্রামের অর্ডারকৃত খাদ্য তথা শীতের দিনের পিঠা পুলি, ড্রাই ফুড, ফাস্ট ফুড আইটেম সরবরাহ করে থাকেন। তার নিজ হাতে তৈরি পোশাক, ব্লক বাটিক পন্য, পাটজাত, বাঁশজাত ও হস্তশিল্প পন্য এরই মধ্যে ক্রেতা সাধারণের কাছে ব্যাপক সুনাম অর্জন করেছে। এসব কর্মদক্ষতা ও যোগ্যতায় নিজ উপজেলা সোনারগাঁও থেকে তিনি অর্জন করেছেন জয়িতা পুরস্কার-২০২০। নারায়ণগঞ্জের চাষাড়া লিংকরোড চাঁনমারি মোড় থেকে সাবেক রেলপথ বর্তমান বাইপাস নাগিনা জোহা সড়কের রেনু মার্কেটে অবস্থিত এই “শফুরা এক্সক্লুসিভ ফ্যাশন হাউজ” তার উদ্যোক্তা জীবনের নতুন দিক রচনা করবে বলে আশা প্রকাশ করেন শফুরা বেগম।

add-content

আরও খবর

পঠিত