নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের মোটর সাইকেল ম্যাকানিকদের নিয়ে সিএফ মোটোর টেকনিশিয়ান মিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জালকুড়ি স্ট্যান্ড সংলগ্ন সিএফ মোটো শো-রুমে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ শাখা শোরুমের সত্বাধিকারী মো. জুয়েল খান, মেহেদী হাসান, মাসুদ খানের পরিচালনায় এতে সিএফ মোটো বাংলাদেশের সিইও রেজাউল করিম সুমন, হেড অব সার্ভিস শহিদুল ইসলাম, জোনাল ম্যানেজার সেলস মোহাম্মদ আসিফ, ডিলার নেটওয়ার্ক ডেভলাপমেন্ট আল আমিন উপস্থিত ছিলেন।
এসময় কর্মকর্তারা জানান, সিএফ মোটো বাইকারদের জন্য সকল সুবিধা রেখেছে। সার্ভিসিং কিংবা যন্ত্রপাতির জন্য কোনো ভোগান্তি পোহাতে হবে না গ্রাহকদের। দেশের ৬৪ জেলায় সার্ভিস সেন্টার, বাইকারদের সেবা দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও সকল গ্যারেজ মিস্ত্রির সাথে আমাদের সু সম্পর্ক থাকবে। যাতে করে আপনারাও যদি সিএফ মোটো’র কোনো গ্রাহকের মোটর সাইকেল সেবা প্রদান করতে চান, কোনরূপ সমস্যায় পড়ে গেলে আমরা আপনাদেরকে সহযোগীতা করবো।
অনুষ্ঠানে উপস্থিত সকল গ্যারেজ মিস্ত্রিদেরকে সিএফ মোটো সম্পর্কে ধারণা দেয়া হয়। এরপর কোম্পানিটির পক্ষ থেকে ছাতা উপহার দেয়া হয়। এছাড়াও র্যাফেল ড্র করে ৩জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মোটর সাইকেল গ্যারেজ ও পার্টস মালিক সমিতির সভাপতি শেখ মো. ফারুকসহ সদস্যগণ।