নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেছেন, ডিক্রিরচর এলাকায় কবরস্থান সংলগ্নে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেটা ঈদগাহের জন্যই বরাদ্ধকৃত জমি। এর জন্য গ্রামের মুসল্লি এবং মুরুব্বিদের সম্মতিও রয়েছে। আর সেখানেই আগামীতে নান্দনিক ঈদগাহ করার জন্য কাজ প্রক্রিয়াধীণ রয়েছে। ইতমধ্যে ঈদগাহের রূপ দিতে অত্যাধুনিক ডিজাইনে থ্রিডি অ্যানিমেশন তৈরী করা হয়েছে। যেখানে প্রবেশের প্রধান ফটক, অজুখানা, কবরস্থানে চলাচলের জন্য মন মুগ্ধকর সকল ব্যবস্থা থাকবে। আমার ইউনিয়নবাসীর জন্য সবেমাত্র নির্বাচিত হওয়ার পরই কয়েকটি পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি, এটি তারই একটি। প্রকৃতপক্ষে একটি চক্র কথিত ঈদগাহ মাঠ নামে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ঈদগাহ ইস্যু নিয়ে ১৪ই মে শনিবার সন্ধ্যায় তার কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, যে মাঠটিকে ঈদগাহ নামে চালানোর চেষ্টা চলছে। তা সঠিক নয়। তার কোন বৈধ প্রমাণ কেউ দেখাতে পারবে না। কারণ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এগুলো ওয়াকফকৃত জমিতেই হয়ে থাকে যা সকলেরই জানা। তাছাড়া যে জমিটি ব্যবহার করেছে তা একটি সরকারী স্কুলের মাঠ হিসেবে ব্যবহার হতো। সেখানে কুকুর, গরু, ছাগল অবাধে চলাচল করে। সম্পূর্ণ অরক্ষিত জায়গা। দেয়ালগুলোও ছিল স্কুলেরই। বরং ইউনিয়নবাসী এ মাঠটি দখলদার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল। যা পরে তারা বাস্তবায়ন করেছে। আমি শুধু সকল মুসল্লি ও ইউনিয়নবাসীর জন্য নান্দনিক ঈদগাহ মাঠ প্রস্তুত করতে উদ্যোগ নিয়েছি। উন্নয়নের স্বার্থে এটা করা যদি মন্দ হয়। তাহলে এর বিচার জনগনই করবে। আমি শুধু সকলকে বলবো, যেন ভালো কাজে দুষ্ট লোকের পক্ষ না নেয়।