নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, ঈমান ব্যাপারটা একটা আমানত। আপনাদের পরিবার-পরিজন, সন্তানাদিও আমানত। যার যার পজিশনও একটা আমানত। কারো পিছনে ষড়যন্ত্র করতে হবে কেন। আমরা তো মানুষ। আমাদের ভিতরে রয়েছে মনুষত্ব। আপনারা অনেকেই ভালোবেসে বলেন নারায়ণগঞ্জ শামীম ওসমানের কথায় চলে। কিন্তু আমি মনে করি নারায়ণগঞ্জবাসীর কথায় শামীম ওসমান চলে। আর নারায়ণগঞ্জবাসী তাকে ভালোবাসে বলেই ষড়যন্ত্র।
বৃহস্পতিবার ২৪ আগষ্ট বিকালে নগরীর শহীদ মিনারে মহানগর মহিলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা অনেকে্ এখানে কষ্ট করে এসেছেন। হয়তো কেউ কথা শুনছেন, কেউ বুঝতে পারছেন না। আবার কেউ নেতা নেত্রীদের কাছে জবাবদিহিতা করতে হবে তাই চেয়ার থেকে উঠছেন না্। তবে আমি এগুলিতে সর্মথন করিনা। আমার পিছনে যে শহীদ মিনার তা দেয়ালে তৈরী হলেও এটার সম্মান অনেক বড়। যার মনুষত্ব আছে সে কখনো বেঈমানী করেনা। আর যাদের ভিতরে বেঈমানী ঢুকে যায়। তারাঁ পিতা-মাতার সাথেও বেঈমানী করে।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ইসরাত জাহান স্মৃতির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. নূর জাহান বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা খাতুন, কামরুন নাহার মিতালী, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি প্রমূখ।