নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মঈনুল হক বলেন, দীর্ঘ সাড়ে ৩ বছর ময়মনসিংহ জেলায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যম কর্মীদের সাথে খুবই আন্তরিকতা ছিল এবং সর্বসময় তারা আমাদেরকে সহযোগীতা করেছে। এর ফলে যে কোন জটিল সমস্যা একে অপরের সহযোগীতায় খুব দ্রুত সমাধান করতে পেরেছি। ৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাদক কিন্তু বর্তমানে এর পাশাপাশি এখন আরেক সমস্যা দেখা দিয়েছে, তা হলো জঙ্গীবাদ। এটাকে মোকাবেলা করাই আমি চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি। সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।
তিনি আরো বলেন, সামাজিক পরিবেশকে সুন্দর করতে অপনাদের সহযোগীতা আমাদের প্রয়োজন। আমার দায়িত্বকালে কাজ হচ্ছে নাগরিক জীবনের দৈনন্দিন কর্মকান্ড নিশ্চিত করা। যাতে করে সমাজের সাধারণ মানুষ তাদের কাজগুলো নির্বিঘেœ করতে পারে ও শান্তিতে বসবাস করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (ডিআই-ওয়ান), মোঃ মতিউর রহমান (অপরাধ), মোঃ বদরুল আলম মোল্লা (ট্রাফিক বিভাগ), লিমন রায় সিনিয়র পুলিশ সুপার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশে দায়িত্বরত র্উধতন কর্মকর্তা বৃন্দ।