নদীতে না.গঞ্জ জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ২৭ হাজার টাকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নদীপথে চলাচলের সার্ভে ও রেজিস্টার্ড সনদপত্র না থাকায়, চালকের (মাস্টার) লাইসেন্স না থাকায় নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ৬টি নৌযানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ১৪ই এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম গণমাধ্যম কর্মীদের জানান, সার্ভে সদন, মাস্টারের লাইসেন্স, রুট পারমিট, বিস্ফোরণ-সংঘর্ষ এড়ানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে ৬টি নৌযানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন নদীতে চলমান নৌযানগুলোতে নৌ আইন প্রতি পালন নিশ্চিতকরণ সহ নৌ পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং লাইসেন্সবিহীন অবৈধ নৌযান ধরতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত