নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদ হাসান তুষার বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। বাঙ্গালী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ সংস্কৃতিকে আমাদের কে লালন করতে হলে চর্চা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখন সংস্কৃতি এবং খেলাধুলার প্রচলন কমে গেছে। এর প্রচলন বাড়ানোর জন্য শিক্ষকদের অগ্রনী ভূমিকা নিতে হবে। বিদ্যানিকেতন সে ধারা অব্যাহত রেখেছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শরৎ উৎসবে একথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের মধ্য থেকেই আগামী দিনের রাষ্ট্রনায়ক সহ দেশ পরিচালনার সুনাগরিক গড়ে উঠবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র ছাত্র তৈরী করলে চলবে না। তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে আমরা সুনাগরিক হিসেবে বর্তমান প্রজন্মকে রেখে যেতে পারি।
এসময় একই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জের প্রথম পুলিশ সুপার এবং সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লাহ পাটওয়ারী (বীর প্রতিক) বলেন, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ যেমন প্রত্যেকের কাছে অহংকার তেমনি ভাবে এ দেশটা আমাদের সকলকে গড়ে তুলতে হবে । এজন্য সোনার বাংলায় সোনার মানুষ চাই। আর সোনার মানুষ গড়ে তুলতে হলে শিশুদের সৎ আদর্শবান নাগরিক হিসেবে তৈরী করতে হবে। এজন্য আমাদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে হবে। শিশু কিশোরদের মধ্যে সে চেতনার সৃষ্টি করতে হবে।
বিদ্যানিকেতন পরিচালনা পরিসদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্তাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, বিদ্যানিকেত ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাষ্টি সদস্য কাশেম জামাল, এডভোকেট নবী হোসেন, আরফাদুর রহমান বান্টি, মোয়াজ্জেম হোসেন সোহেল ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এর আগে বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা শরৎতের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। পরে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক উৎসবে ২৮টি শ্রেনী ও শাখার শিক্ষার্থীরা ২৮টি দেয়াল পত্রিকা প্রকাশ করে স্কুলের হল রুমে প্রদর্শনীর আয়োজন করে। এদিকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।