নগরীর জামতলায় প্রাইভেকটারের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে একটি বেপরোয়া প্রাইভেকটারের ধাক্কায় ৪টি রিকশা দুমড়ে মুচড়ে অন্তত ৮ জন আহত হয়েছে। ১৫ আগষ্ট বুধবার রাত পৌনে ১০ টায় নগরীর জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটি কে ধাওয়া করলে কেন্দ্রীয় ঈদগাহের সামনে আটক করলেও  গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ি চালক। পরে গাড়িটি ভাংচুর করে বিক্ষুদ্ধ জনতা।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে নগরীর খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন- লালু মিয়া (২৮), রুহুল আমিন (৩০), এস এম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫), রাসেলের ভাতিজি চাঁদনী (১০)। তাছাড়াও আহতদের মধ্যে রিকশা চালক রুহুল আমিন ও বৃষ্টি নামে এক রিকশা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় খানপুর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ির ভেতর থেকে আবদুল কাদের নামের একজন ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। এতে গাড়ির নাম্বার দেওয়া আছে। সেখানে লেখা আছে ঢাকা মেট্রো গ-২৭-৪৬৩৮।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এস আই) দিদার জানান, নগরীর চাষাড়া থেকে ফতুল্লাগামী একটি প্রাইভেট কার একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঐ রিকশার চালক আহত হয়। এ সময় তাকে স্থানীয় এক যুবক ১০০ টাকা দিয়ে রিকশা চালক কে চিকিৎসা করিয়ে নিতে বলে। কিন্তু রিকশা চালক জোর আপত্তি জানিয়ে প্রাইভেটকারটি কে ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেটকারটি বেপোয়ারা গতিতে পালাতে গিয়ে জামতলা এলাকায় কয়েকটি রিকশা ও পথচারীকে চাপা দেয়। জামতলায় একটি প্রিমিও একটি বেপরোয়া প্রাইভেটকার বেপরোয়া ভাবে চালিয়ে ৪টি রিক্সাকে ফেলে দিয়ে দ্রুত বেগে চলে যায়। ঐ সময় রিক্সা চালকসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা গাড়িটি কে ধাওয়া করে । এ সময় চালক জামতলা ঈদগাহ পর্যন্ত চালিয়ে গাড়িটি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা। গাড়িটির কোন নাম্বার প্লেট ছিল না।

তিনি আরও জানান, গাড়িটি হয়তো কোন ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে অথবা নতুন কেনা। গাড়িটির মালিকের খোঁজ নেয়ার চেষ্টা ও চালক কে আটকের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত