নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর বিভিন্ন খাবার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় দায়ে ৪টি খাবার প্রতিষ্ঠানকে নগদ ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ নভেম্বর) সকালে ২নং রেল গেট এলাকায় অভিযানটি পরিচালনা করেন নাসিকের সেনেটারী ইন্সপেক্টর শাহিদা বেগম। প্রতিষ্ঠানগুলো হলো ২নং রেলগেট এলাকার আল্লাহর দান রেস্তোরা, আল মদিনা রেস্তোরা, আজমেরী রেস্তোরা ও বৈশাখী রেস্তোরা।
এ সময় শাহিদা বেগম সাংবাদিকদের বলেন, আমরা ২নং রেলগেট এলাকার বিভিন্ন খাবার রেস্তোরায় অভিযান পরিচালনা করেছি। এ সময় ৪টি রেস্তোরার রান্না ঘরে দুর্গন্ধ, পঁচা খাবার, কাঁচা খাবার ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে রাখা, পোড়া তেল রাখার দায়ে প্রত্যেক রেস্তোরাকে ১ হাজার করে জরিমানা করি। প্রাথমিকভাবে তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, নাসিকের সুপারভাইজার তরিকুল ইসলাম মিঠু, সহকারী বেনজীর আহমেদ ও রাকেশ।