নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নগরীর চাষাঢ়ায় , ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় ও বিভিন্ন স্থানগুলোতে বিক্ষোভ মিছিল ও যানবাহন ভাঙচুরসহ হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর বুধবার দুপুরে নগরীর চাষাঢ়ার সুগন্ধা প্লাসের সামনে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন তারা অজ্ঞাত ব্যাক্তি বলে জানা যায়।।
বোমা বিস্ফোরণের ঘটনোর খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার না করা গেলেও বঙ্গবন্ধু রোড টিপু প্লাজার মোড়ে একটি হাত বোমা বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছেন পুলিশ । নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, কে বা কারা আতঙ্ক সৃষ্টির জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
এ সকল ঘটনায় নারায়ণগঞ্জ জুড়ে থমথমে আতঙ্ক বিরাজ করছে। চাষাঢ়া জিয়া হল, শহীদ মিনারের অভ্যন্তরে, প্রেসক্লাব সামনে, গলাচিপাসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ – র্যাব মোতায়ন করা হয়েছে তার পাশাপাশি র্যাব ও পুলিশের টহল চলছে।
এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড়ে একটি গাড়ি ভাঙচুর করা হয় । দুপুর ১টার দিকে লিংক রোডের ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া করলে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানা যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, একদল বিএনপি নেতাকর্মী লিংক রোডের ভুঁইগড় এলাকায় স্লোগান দিয়ে সিএনজি ও ব্যাটারি চালিত ইজি বাইক ভাঙচুর শুরু করেন।
এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরজ্জামাল বাবর সহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া অপরদিকে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।