নগরীতে তিনটি ফার্মেসীকে ৩৬ হাজার টাকা অর্থদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতিরেকে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি ফার্মেসীকে ৩৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর পাইকপাড়ার বউবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপির আদালত এ অর্থদন্ড প্রদান করেন।

তিনটি ফার্মেসী বিপুল পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, চোরাই ওষুধ ও আমদানি নিষিদ্ধ বিক্রি করে আসছিলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়। আর তিনটি ফার্মেসির মধ্যে নবাব ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং অন্য দুটি ফার্মেসিকে যথাক্রমে ৮ হাজার টাকা ও ১৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় প্রসিকিউটর ইকবাল হোসেন, আবুল বাশার, মো.শিমূল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি বলেন, ভেজাল ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতিরেকে ব্যবসা পরিচালনার জন্য তিনটি ফার্মেসিকে ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮ (এ প্লাস সি), ২৭ ধারা অনুযায়ী ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ রক্ষাত্বে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে  বলে জানান তিনি।

add-content

আরও খবর

পঠিত