নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত অাল রহমান ) : নগরীর নারায়ণগঞ্জে ঈদ-উল-আজহার জামাতের পর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসলমানগন ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন।
২২ আগষ্ট বুধবার নারায়ণগঞ্জে কোথাও কোথাও সকাল ৭, সকাল সাড়ে ৭ টা, সকাল ৮ ও সকাল সাড়ে ৮ টায় জামাত অনুষ্ঠিত হয়। পরে নগরীর পাড়া-মহল্লায়, সড়কের পাশে ফুটপাতের উপর শুরু হয় পশু কোরবানি দেওয়ার কাযক্রম ।
তা ছাড়া নগরীতে পর্যবেক্ষণ করে দেখা যায়, নাসিক সিটি করপোরেশরেন নির্ধারিত স্থানের বাইরে বেশির ভাগ কোরবানি করা হচ্ছে। অনেক বাড়িওয়ালা ও ভাড়াটিয়াগন পাড়া-মহল্লায় ও তাদের নিজ নিজ বাসার সামনে কোরবানি পশু জবাই করছেন।
নগরীর চাষাড়া মার্ক টাওয়ার সড়কের উপরে, আল্লামা ইকবাল রোডের কলেজ রোড এলাকায়, গলাচিপা, রুপার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, চাষাড়ার বিভিন্ন সড়ক এলাকায় দেখা যায় পশু কুরবানি জবাই করা কাযক্রম।