নওগাঁ জেলা পুলিশ সুপারের বৃক্ষ রোপন কর্মসূচি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে জেলার ১১টি উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

তার অংশ হিসাবে গতকাল মঙ্গলবার নওগাঁর বদলগাছী উপজেলায় সর্ব প্রথম প্রতিষ্ঠিত বালুভরা আর. বি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন করেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। পরে প্রধান অতিথি বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বৃক্ষ রোপন করেন।

এ সময় প্রধান অতিথির সংগে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বদলগাছী-মহাদেবপুর সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষাণবিশ) মোসা. সুরাইয়া খাতুন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন, ওসি (তদন্ত) মো. শাহীনুর ইসলাম, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জবির উদ্দীন, বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন, বালুভরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদদুল হক (দুলু), বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম. জামান পিন্টু, কোষাধ্যক্ষ রজত গোস্বামীসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

add-content

আরও খবর

পঠিত