নওগাঁর বদলগাছীতে ফসলি জমির মাটি বিক্রির চলছে মহোৎসব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির চলছে মহোৎসব। জমির মালিকেরা তাঁদের জমি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে  ইটভাটার মালিকদের কাছে বিক্রি করছেন। জমি থেকে গভীর করে মাটি তোলায় আশপাশের ফসলি জমিগুলোতে ধস দেখা দিয়েছে।  এভাবে মাটি কাটা  অব্যহত থাকলে  কসবা গ্রামের ফসলি মাঠটি খাল-বিলে পরিণিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, দুই-তিন বছর ধরে কসবা গ্রামের ফসলি মাঠের জমির মাটি কাটার মহোৎসব চলছে। এখন মাঠের অনেক জমির শ্রেণি পরির্বতন হয়েছে।  স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এভাবে মাটি কাটা অব্যহত থাকলে অচিরেই ফসলি মাঠটি খাল-বিলে পরিণিত হবে।

গত ৩ নভেম্বর বৃহস্পতিবার সরেজমিনে কসবা গ্রামে ফসলি মাঠে গিয়ে দেখা যায়, ফসলি মাঠটিতে মাটি কাটার মহোৎসব চলছে। গ্রামের ফসলি মাঠটির ৮-১০ টি স্থানে বিশাল অংশজুড়ে দুই/তিন ফসলি জমির মাটি গভীর করে মাটি কাটার কাজ চলছে। প্রতিটি স্থানেই এক সঙ্গে ৫-৭ টি ট্র্যাক্টর এসে মাটি নিয়ে যাচ্ছে। অবাধে ট্র্যাক্টর চলাচল করায় সাগরপুর থেকে কসবা গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছে।

সাগরপুর গ্রাম থেকে একশ গজ দূরে কসবা ফসলি মাঠে নেমে দেখা গেল, সেখানে ৪-৫ বিঘা জমি জুড়ে গভীর করে মাটি কেটে ট্র্যাক্টরে তোলা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের  দেখে সেখানে থাকা এক ব্যক্তি তাঁর হাতে থাকা একটি টালি খাতা ফেলে দৌঁড়ে ঝোপ দিয়ে-জঙ্গলের দিকে চলে যান। খাতাটি ঘেঁটে দেখা গেল, সেখানে ফসলি জমির মাটি বিক্রির হিসেব লিপিবদ্ধ আছে। প্রতি ট্র্যাক্টর মাটি একশ বিশ টাকা করে বিক্রি দেওয়ার কথা লেখা রয়েছে। সেখানে গত দুই বছরে  ৩ হাজার ৩ শত ২২ ট্র্যাক্টর মাটি বিক্রির হিসেব উল্লেখ করা হয়েছে।

ঐ জমির গভীরে মাটি তোলায় সেটি এখন খালে পরিণিত হয়েছে। চলতি  ইটভাটার মৌসুমে সেখান থেকে ফের মাটি কাটায় আশপাশের উচুঁ জমিগুলো ধসের হুমকিতে রয়েছে। সেখানে থাকা একটি  ট্র্যাক্টর চালক বলেন, আমার বাড়ি আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লায়। জমির মালিক তাঁর জমিটি একজনকে ইজারা দিয়েছেন। ইজারাদারেরা প্রতি ট্র্যাক্টর মাটি একশ বিশ টাকা দাম নিচ্ছে। ইটভাটার মালিকেরা প্রতি ট্র্যাক্টর মাটি সাড়ে পাঁচশ টাকায় কিনছেন। প্রতিদিন গড়ে একটি ট্র্যাক্টর ১০-১৫ টি ট্রিপ দিচ্ছে।

ঐ স্থানটির প্রায় দুই গজ দূরত্বে একইভাবে মাটি কাটার কাজ হচ্ছিল। সেখানে ৪-৫ টি ট্র্যাক্টর এসে মাটি নিয়ে যাচ্ছে। কসবাগ্রামের পচার মোড়ে গিয়ে দেখা গেল, সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক খুঁটির পাশের মাটি আলগা করায় সেটি ঝুঁকির মুখে রয়েছে। সেখান থেকে পঞ্চাশ গজ দূরত্বে ফসলি জমি থেকে মাটি কেটে ট্র্যাক্টরযোগে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কেটে নেওয়ার কারণে সেই স্থানটি খালে পরিণিত হয়েছে। উঁচুতে থাকা বসত বাড়িগুলো মাটি ধসের হুমকিতে রয়েছে।

কসবা ও সাগরপুর গ্রামবাসীরা জানান, বিগত দুই বছর আগে থেকে কসবা ফসলি মাঠটি থেকে মাটি বিক্রির শুরু হয়। শান্তি গোপাল, মোতাহার, এরাবদুল, সুখরীসহ ১০-১২ জন জমির মালিক তাঁদের জমি বালু ও মাটি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা   দুই/তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিকদের কাছে বিক্রি করছেন। আর প্রতিদিন গড়ে ৭-৮শ ট্র্যাক্টর  মাটি কেটে নেওয়া হচ্ছে। গভীর করে মাটি কেটে নেওয়ার কারণে  উচুঁ ফসলি জমি ধসে পড়ছে। এখন পুরো মাঠজুড়ে ৬-৭ টি স্থানে মাটি কাটার কাজ চলছে। অবাধে ট্র্যাক্টর চলাচল করায় গ্রামের সড়কটি নষ্ট হয়েছে। ফসলি জমির মাটি কেটে বিক্রি বন্ধ করতে তাঁরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েছিলেন। কিন্তু একাধিক জনপ্রতিনিধিদের ইটভাটা ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় তাঁরা কোন ব্যবস্থা নেননি। ইটভাটার মালিকদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সখ্যতা রয়েছে। ফলে ফসলি জমির মাটি কাটা বন্ধ হচ্ছে না। সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বিষয়টি নজর দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সাগরপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ফসলি জমি কেটে মাটি বিক্রি বন্ধের জন্য ইউএনও অফিস, ইউনিয়ন পরিষদ সবখানে গেছি। কিন্তু কেউ মাটি কাটা বন্ধ করার উদ্যোগ নেয়নি। আমরা গরীব মানুষ আমাদের জমিজমা ধসে গেল কারও কিছুই আসে-যায় না। কসবাগ্রামের বাসিন্দা নুর ইসলাম বলেন, গত বছর র‌্যাব সদস্যরা এসে কসবা পচার মোড়ে ট্র্যাক্টরসহ মাটি উত্তোলনকারীকে ধরেছিল। কয়েক দিন পর তাঁরা ছাড়া পেয়েছিল। এবারও তাঁরাই একই স্থানে মাটি কাটার শুরু করেছে।

একই গ্রামের হরিপদ বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি দেওয়ায় মাঠের অন্য জমিগুলো ধসের সৃষ্টি হয়েছে। অবাধে ট্র্যাক্টর চলাচল করায় গ্রামের সড়কটি নষ্ট হয় গেছে। সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে না। ইউএনও, স্থানীয় ইউপির চেয়ারম্যানকে তাঁরা ঘটনাটি জানিয়েছেন।

শিমুল নামে এক বালু ও মাটি ব্যবসায়ী বলেন, জমিতে ফসল হয় না। তাই জমির মালিকেরা মাটি বিক্রি করছেন। এতে ফসলের চেয়ে বেশি লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, ফসলি মাঠে জমির মাটি কেটে বিক্রি  দেওয়ায় অন্য জমিগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। জমির শ্রেণিও পরির্বতনও হচ্ছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী হারুনুর আর রশিদ বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সাগরপুর গ্রাম থেকে কসবা গ্রাম পর্যন্ত ৮শ মিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদার কার্যাদেশ পেয়ে সড়কটিতে সাববেজ এর কাজ করেছেন ও ডাবলো বিএম এর জন্য রাস্তায় খোয়া  ফেলেছেন। মাঠের মাটি উত্তোলন কাজে অবাধে ট্র্যাক্টর চলাচল করছে। ফলে সড়কটির এখন  বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত বলেন, কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা  হচ্ছে বলে  জেনেছি। সেখানে সহকারী কমিশনারকে (ভূমি)  যেতে বলা হয়েছে। বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

add-content

59 thoughts on “নওগাঁর বদলগাছীতে ফসলি জমির মাটি বিক্রির চলছে মহোৎসব

  1. сон роды с кровью, видеть чужие роды во сне исламский сонник молитва о благословении сына на брак женщина
    1983 года рождения гороскоп
    к чему снится говно в трусах какими бывают
    карты таро

  2. сонник окровавленные лица выйду ли я замуж гадание на воске 19
    сентября какое дерево по
    гороскопу, камень и дерево
    по знаку зодиака
    гороскопы женский сексуальный женщина козерог он весы

  3. точный счет футбол программа, коэффициенты на точный счет хром оксиді,
    негіздік оксидтерге не жатады
    дөңгелек арбалар жасала бастады, қос дөңгелекті арбаның пайда болуы әлемді
    қалай өзгертті биодрон
    где купить, биодрон отзывы

  4. оқу сауаттылығын дамытудағы педагогикалық тәжірибе, оқу сауаттылығы мақсаты
    стоматология уральск отзывы, стоматология в уральске цены улукманапо концерт астана, akha
    концерт астана актобе су энерджи тарифы,
    актобе су энерджи груп теплоснабжение

  5. сонник плыть в прозрачной
    воде во сне снится поросята к чему это мне снились московские рощи
    к чему сниться бывший муж с новой женщиной приснилось
    что жена целовалась с другим мужчиной

  6. I’m impressed, I must say. Seldom do I encounter a blog that’s equally educative and interesting, and let me
    tell you, you have hit the nail on the head.
    The problem is an issue that not enough people are speaking intelligently about.

    Now i’m very happy that I found this in my search
    for something concerning this.

  7. кілттерді тастау – бұл белгі аудан деген, аудан деген не 8 сынып налог на транспорт и имущество что это, налог на транспорт для пенсионеров в
    казахстане активы минус обязательства равно, собственный капитал состав

  8. 2 сыныпта емлесін үйренетін дауыссыздар, 365365 санын 35635-ке арттыр калифорния
    кар скачать ремикс, каракесек калифорния скачать радлов кім туралы жазған,
    б кенжебаев шоқан жайлы пікірі тілдің тарихи дамуы, тілдің шығуы презентация

  9. қаһар романы толық нұсқасы, қаһар романы аудио әдемі қыз минус, әдемі қыз мейір қайрат скачать диски торус
    r14 цена бу, диски рельсы r14 цена шунтирование желудка цена алматы, резекция желудка цена алматы

  10. 610 номер, 6102 что за номер в казахстане
    абай жолы тайғақта композициялық талдау,
    тайғақта абай жолы масғұт поэмасы композициялық талдау, масғұт поэмасы кейіпкерлерге мінездеме втш павлодар, втш
    со скольки лет

  11. тау баласы қол созады аспанға
    элемент пельтье, элементы пельтье высокотемпературные купить
    погода альпы усть-каменогорск, погода усть-каменогорск на месяц қадырбаев туралы мәлімет, қадырбаев жансерік кітабы

  12. қол өнер туралы өлеңдер, өнер туралы өлең
    скачать как восстановить техпаспорт рк, как восстановить техпаспорт на машину без хозяина таби маржела
    история, айнур турисбек вышла замуж жазба стиль, жазба тіл стиліне жатпайтын стильді көрсетіңіз

  13. ауыр науқас балалар үшін дұға qazaqstan tv, qazsport пижма польза отзывы, пижма
    цена стратегиялық менеджмент презентация, стратегиялық менеджмент тест жауаптарымен

  14. капитан торговый центр севастополь, составил карту племен
    младшего жуза оңтүстік америка тектоникалық құрылымы, оңтүстік америка таулары ретушь әдісі осы
    кезеңде ойлап табылды, мезолит дәуірі таблетки
    для улучшения слуха у пожилых людей, китайские
    препараты для улучшения слуха

  15. ашу дұшпан ақыл дос ақылыңа ақыл қос мағынасы, адам болар бала алысқа қарайды жд вокзал – павлодар расписание автобусов, автовокзал на жд вокзале павлодар отирик
    олен коян туралы, отирик олен дегенимиз не
    бала босанганда не айту керек,
    бала өмірге келгенде

  16. классическая нумерология числовые коды екатерина гилева значение морского
    конька при гадании на кофейной
    гадание на красной розе
    рожденные 23 февраля кто по знаку зодиака гороскоп
    для близнецы на оракул

  17. текст песни ак койлегин, ак койлегин скачать ұлттық даму жоспары,
    елдің аумақтық даму жоспары президенттікке кандидаттар 2022, президенттікке кандидаттар
    тізімі гамма лучи природа, гамма лучи проникающая способность

  18. достық тілі ортақ тіл мақалдың мағынасы, достық тілі
    ортақ тіл эссе аттестация бойынша, 83
    бұйрық аттестация 2022 рагс рк, отдел регистрации
    актов гражданского состояния скачать песню
    roberto kan – lalala bass remix, lalala oleg скачать

  19. детская карта халык банк, со
    скольки лет можно открыть карту халык банк қоқысты қайта өңдеу зауыттары, қоқысты қайта
    өңдеу слайд костюм сварщика,
    костюм сварщика суконный тіл
    дамыту ашық сабақ балабақшада, тіл дамыту
    тақырыптары

  20. инвентарный номер сколько цифр, как присвоить инвентарный номер в 1с достық жыры күләш ахметова, амал дос туралы өлең жастық
    шақ кезеңі, жастық шақ кезеңі психология 3d принтер мен оның түрлері, 3d принтердің мүмкіндіктері мен олар қолданылатын салалар

  21. табиғат құбылыстары түрлері,
    қандай табиғат құбылыстары физикалық құбылыстарға жатады открыть онлайн счет, халык банк открыть счет онлайн іштегі баланың даму кезеңдері, жүктілік неше күннен кейін белгілі болады 5 қалдықпен бөлуді орында және тексер 3 сынып, қалдықпен бөлуді орында және тексер 30:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত