নওগাঁতে সম্মাননা স্মারক পেলেন সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ থেকে মিলন হোসেন ) : অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে ৪৭তম সমবায় দিবসে সম্মাননা স্মারক পেলেন উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে অবস্থিত সমাধান সার্বিক গ্রাম উন্নয় সমবায় সমিতি।

২৫ নভেম্বর রবিবার দুপুর ১২টায় বদলগাছী উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় অফিসার মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী সমবায় ভিত্তিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. আল মাহমুদ আচাবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ২০১৭ সালে সমিতিটি নিবন্ধন হয়। এরপর থেকে সাপ্তাহিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যদিয়ে পথ চলা শুরু করে। বর্তমানে সমিতিটি এলাকার ১৫ জন প্রতিবন্ধির মাঝে ১০০ টাকা করে প্রতি মাসে ভাতা প্রদান করেন।

এছাড়াও এলাকার উন্নয়নের জন্য স্বল্প মুনাফায় গ্রামাঞ্চলের মেয়েদের সেলাই মেশিন, গাভী বিতরণ এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় এলাকার অসহায় মানুষের মাঝে সেমাই-চিনি ও আর্থিক সাহায্য করেন। আচাব আরও জানায় এলাকার উন্নয়নের স্বার্থে পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে।

add-content

আরও খবর

পঠিত