ধামগড় ফাঁড়ি ইনচার্জ আজিজুলের নেতৃত্বে মদনপুরে উচ্ছেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলাধীন মদনপুর বাস স্ট্যান্ডে (মদনপুর টু জয়দেবপুর) সড়কের দুই প্রান্তে অবৈধ ফুটপাত উচ্ছেদের অভিযান চালিয়েছেন ধামগড় পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ হিসেবে সদ্যযোগদানকারী ইন্সপেক্টর আজিজুল হকের নেতৃত্বে ১৫ জুন সোমবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিজুল হক জানান, যানজট নিরসনে সরকার রাস্তা নির্মাণ করেছেন, অথচ সেই রাস্তার উপড়ে অসংখ্য দোকানপাট অবৈধভাবে নির্মাণ ও ভাঁসমান দোকানপাটের কারণে যান চলাচল সহ জনগণের চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। রোববার যার যার দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। সে অনুযায়ী অনেকে সরিয়ে নিয়েছেন। আর যারা সরিয়ে নেননি বা সরিয়ে নিলেও দোকানের অবশিষ্টাংশ পড়ে রয়েছে সেগুলো আমাদের তত্বাবধানে উচ্ছেদ করা হচ্ছে।

ফুটপাতে দোকান বসানো এবং এখান থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মারামারি ও খুনাখুনি এখানে ইতিপূর্বে হয়েছে। যা আর চলতে দেয়া যায়না। ভবিষ্যতে ফুটপাতে কোনো দোকান বসানো বা চাঁদাবাজি করতে কেউ আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক কোন ছাড় দেওয়া হবে না ।

add-content

আরও খবর

পঠিত