নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৩১ র্মাচ বৃহস্পতিবার সকালে বন্দরের ধামগড় ইউনিয়নস্থ মালিভীটা কামতালের নূরুণ আলানূর এছহাাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে সদ্য প্রয়াত ধামগড় ইউপি’র ৩ বার নির্বাচিত ও সফল জননন্দিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আয়নাল হক স্মরণে এক শোক, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত শোক সভায় অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুন্সী মোঃ কুদরত আলী মাস্টার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও ধামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম আহমেদ। তাছাড়া অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুরুল হক ভূঁইয়া, আমির হোসেন ও আঃ বারেক, অত্র মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সহ-সুপার মাওলানা মোঃ মোর্শেদ মোল্ল¬া, অন্যান্য শিক্ষকবৃন্দ সহ অসংখ্য শিক্ষার্থীরা এবং এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মরহুমের জীবনের উপর আলোচনা রাখেন এবং তার বিদায়ে দুঃখ ভারাক্রান্ত কন্ঠে শোক জানিয়ে, তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়ার পূর্বে উপস্থিত বক্তারা বক্তব্যে উল্লেখ করেন যে, গত ১৫ই মার্চ বার্ধক্যজনীত কারণে রাজধানীর হলি ফ্যামিলি হসপিটালে ভর্তি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও সফল সংগঠক। তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি প্রয়াত জাতীয় সংসদ সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার সাথে রাজনীতি করতেন এবং এ অঞ্চলে আ’লীগকে শক্তিশালী করতে দীর্ঘদিন কাজ করেছেন। তার সততা ও নিষ্ঠার সাথে কাজের প্রতিদান স্বরূপ অত্র ইউনিয়নবাসী তাকে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি সর্বদা অন্যায়ের সাথে আপোষ করেন নি এবং ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন। সত্যিকার অর্থেই তিনি অনুকরণীয় একজন আদর্শ ব্যক্তি ছিলেন। তার মত সৎ ও নীতিবান ব্যক্তি বা চেয়ারম্যান পাওয়া বর্তমানে খুবই দুস্কর। আমরা তার জন্য দোয়া জানাচ্ছি, যাতে আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করেন।