নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় কৃত্তিম বন্যা দেখা দিয়েছে। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বর্তমানে সামান্য বৃষ্টি এলেই হাঁটু পানিতে তলিয়ে গোটা গ্রাম। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেও কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগীরা।
নাম প্রকাশ না করার শর্তে মালামত এলাকার জনৈক বাসিন্দা জানান, পানি বন্দী থাকার মতো ভোগান্তি মালামতবাসীর জন্য নতুন কিছুু নয়। শীত মওসুুমটি কোনক্রমে কাটে ঠিকই বর্ষাকাল এলেই শুরু হয় দুুর্ভোগ আর দুর্দশাগ্রস্থ মানুষের আর্তনাদ। সামান্য বৃৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি। আর ঘর-বাড়ি তলিয়ে যায় কোমড় পানিতে। এ কারণে বসবাসের অযোগ্য হয়ে প্রায় ৫০০ পরিবার মানবেতর জীবন যাপন করছে।
ভুক্তভোগী ওই ব্যাক্তিটি আরো জানান, ধামগড় ইউনিয়নের অধিকাংশ সড়ক ও অঞ্চলগুলো মোটামুটি উচু কিংবা কিছুটা উন্নত হলেও মালামত এলাকাটি অবহেলিত আর নিন্মাঞ্চল হওয়ায় মানুুষের কষ্টের সীমা নেই।
বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান তথা নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্যের আশু পদক্ষেপ নেয়া উচিত বলে ভুক্তভোগীদের জোরালো দাবি।