দ্রুতগতিতে চলছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: হৃদয় ) :  বাংলাদেশের একটি প্রধান  নদী  পদ্মা । মুন্সীগঞ্জ জেলায় লৌহজং মাওয়ায় হচ্ছে পদ্মা সেতু নির্মাণ।  ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতু নির্মাণে প্রকল্পে বিশ্ব ব্যাংক কোন অর্থায়ন বরাদ্দ না করায় নিজস্ব অর্থায়ানে নির্মাণ হচ্ছে পদ্মা সেতু প্রকল্প। ২০১৮ সালে যানবাহন চলাচলের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে চলছে পদ্মা সেতুর প্রকল্প বাস্তবয়ানের কাজ। ২০১৫ সালে ১২ ডিসেম্বরে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দ্বারা প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। মূল সেতু, নদী শাসন , সংযোগ সড়কসহ সার্ভিক ৩৪ শতাংশ ইতিমধ্যে প্রকল্পের কাজ সম্পদান করা হয়েছে। প্রকল্পের জন্য ৩টি ড্রেজার, ২টি টাকবোট ১টি এস্কর বোট ও ৩টি  ফ্লোটিং ক্রেন ইতিমধ্যে আনা হয়েছে।  পদ্মা সেতু প্রকল্পের জাজিরা অংশে সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে এবং ২০১৬ সালের মধ্যে  কাজ সম্পন্ন হবে আশা করছেন সংশ্লিষ্টরা। সাথে চলছে মাওয়া সড়ক নির্মাণ কাজ যা হবে বলে জানান, ২০১৭ সালের জুলাই মাসের মধ্যে। প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের কাজ সম্পন্ন হয়েছে ৬৫ ভাগ। এবং দেশের সবচেয়ে বড়  অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে  প্রায় ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লক্ষ্য টাকা।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত