দ্বিগুন দামে স্যাভলন বিক্রি, অভিযোগকারী পেলেন ৩ হাজার ৭৫০ টাকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এক অভিযোগাকারীকে ৩ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৭ পস) সদর উপজেলার কয়েকটি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জালকুড়ি বাজারে মুন স্টোরকে ২২৫ টাকার স্যাভলন দ্বিগুণ দামে বিক্রি করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযোগকারী মামুনুর রহমানকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ ২৫% হিসেবে ৩ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।

অপরদিকে, নগরীর নিতাইগঞ্জ বাজারে মেসার্স রাসেল ট্রেডার্সকে চালের বস্তার ওজন কম থাকা এবং একই সাথে মূল্য তালিকা হালনাগাদ না করায় ৫ হাজার হাজার টাকা জরিমানা করা।  অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট সরোয়ার সোহেল এবং জেলা পুলিশের একটি টিম।

add-content

আরও খবর

পঠিত