নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বুধবার ১০ আগস্ট বিকাল পৌনে ৬ টায় নারায়ণগঞ্জ নগরীর ডি.আই.টি বাণিজ্যিক এলাকার টোকিও প্লাজা-২ এর ভয়াবহ অগ্নিকান্ডে নির্মাণাধীন শিশুদের থিম পার্ক পুড়ে গেছে। অগ্নিকান্ড ঘটার পর ভবন থেকে বেরিয়ে আসা প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, প্রায় শতাধিক লোক ভবনের ভিতরে আটকে পরে আছে। তাদের মধ্যে অনেকেই ছাদে ও উপরের ফ্লোরেগুলোতে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী-পুরুষ রয়েছেন। অগ্নিকান্ডের আতংক ছড়িয়ে পড়লে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ১০/১৫ জন আহত হয়েছেন। এবং শরীরের কিছু অংশ ঝলসে যাওয়া ২ জন শিশুসহ একাধিক ব্যাক্তি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শরমা জানান, আগুন নিয়ন্ত্রণে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের ৬টি, হাজ্বীগঞ্জ, আদমজী ইপিজেড, ডেমরা সহ মোট ৯টি ইউনিট একযোগে কাজ শুরু করে। । প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনও স্পষ্ট নয়। কি ভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত নিরূপণের চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে সন্ধ্যা সাত টা ১০ মিনিটে ঢাকা বঙ্গবাজার থেকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের অত্যাধুনিক স্কাইলিফট সহ আরো ২টি ইউনিট এসে পৌছে। তবে তাদের প্রস্তুতির পরই সোয়া ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রনে এনে সম্পূর্ণ কার্যক্রম সোয়া ৭টায় সমাপ্তি ঘোষনা করেন।
টোকিও প্রাজা সংশ্লিষ্ট প্রকৌশলী জসিম উদ্দিন জানান, ৫ তলায় শিশুদের জন্য নির্মাণাধীন একটি থিম পার্ক এর কাজ চলছিল। সেখানে আপাতত কোন বিদ্যুতের বা গ্যাসের সংযোগ ছিল না। এবং নির্মাণের জন্য কাঠ ও প্লাইবোর্ড ছিল অনেক। আমাদের প্রাথমিক ধারণা কোন শ্রমিক সিগারেট পান করে ছুড়ে ফেলায় হয়তো সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এসময় উপস্থিত ছিলেন, র্যাব, পুলিশসহ ফায়ার সর্ভিসের ঢাকা বিভাগীয় প্রধান মোঃ মোজাম্মেল হক, সদর দপ্তরের মাসুদুর রহমান আকন্দ, মন্ডল পাড়া ফায়ার সর্ভিসের ইনচার্জ মোঃ বেলাল আহম্মেদ, হাজ্বীগঞ্জ এর ইনচার্জ হাফিজুর রহমান ।
উল্লেখ্য, ডিআইটি বঙ্গবন্ধু সড়কে আবস্থিত ১৬ তলা ভবনে ৫তলার ফ্লোরে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যেই এই আগুন চারদিক ছড়িয়ে পড়ে।জানা যায় টোকিও প্লাজা-২ এর নিচ তলা থেকে চার তলা পর্যন্ত ফ্লোরে সুতা, হোসিয়ারী ও থান কাপড়ের দোকান রয়েছে। ৫তম তলায় নির্মিত হচ্ছিল শিশুদের একটি থিম পার্ক। ৬ষ্ঠ তলা হতে উপরে রয়েছে আবাসিক ফ্ল্যাট বাসা। ৫তম তলায় প্রচুর পরিমাণ কাঠ ও কাঠের বোর্ড থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঐ সময় অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট বাসায় থাকা লোকজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে ভবনের আশেপাশে উৎসুক জনতার ভীড় লেগে যায়। তবে রাস্তা সংর্কীণ হওয়ার কারনে ঘটনাস্থলে পৌছাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ দূর্ভোগ পোহাতে হয়েছে।