দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান সানির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধায় ফতুল্লা কুতুবআইল এলাকায় কতুবআইল ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের উদ্দোগে আয়োজিত বৈশাখী আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

সাফায়েত আলম সানি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একত্রিতভাবে যদি কোন উৎসব পালন করে থাকে তাহলে সেটি হচ্ছে এই প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এটি এমন একটি উৎসব যেখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মাবলম্বী প্রত্যেকটি বাঙালী এই প্রাণের উৎসব পালন করে থাকে। অতীতের গ্লানি, দু:খ, জরা মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ ১৪২৬ জাতীয় জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক।

তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়।

সানি বলেন, বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়। বরং তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শিকড় সন্ধানের অবিনাশী চেতনাবাহী দিন।

কুতুবআইল এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. সেলিম হোসেন এর সার্বিক তত্বাকধায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  মো. আতাউর রহমান নান্নু। এছাড়াও উপস্থিথ ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরাফাত রহমান জুম্মন, আরিফ হোসেন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সজিব, নিসান কাফি, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা টিপু সুলতান।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক হাজ্বী মো. আলী হোসেন, মো. মাসুদ পারভেজ, মো. সালাউদ্দিন, আলহাজ্ব মো. জাহাঙ্গীর, মো. সুজন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,  সোহেল, শামীম, জিয়া, বাবু, ওয়াসিম, শাকিল, জাফর, পলাশ, নূরা, তূষান, ও আব্দুল হক।

add-content

আরও খবর

পঠিত