নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে দেশে বেকারত্ব কমে এসেছে। দেশের মানুষের মাথাপিছু আয় জিডিপি বৃদ্ধি পেয়েছে। শিল্পকারখানাগুলো তাদের তৈরিকৃত পন্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বহি:বিশ্বে রপ্তানী করছে।
রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার উৎপাদনমূখি লিতুন ফেব্রিক্স লিমিটেড নামের পোশাক কারখানা পরিদর্শণ করতে এসে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, লিতুন ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম ঢালী, জিএম এফকে ফারুক, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা শাহজাহান কবির, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।