দেশীয় তৈরিকৃত এ্যালকোহলসহ দুই মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সিরাজউদ্দৌলা রোডস্থ সামনে র‌্যাব-১১ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো: আব্দুল কাদির (৩৫), ও শ্রীনু (৩৫) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন।

আটককৃত দুই আসামীর কাছ থেকে ৩৬ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল, তার ওজন অনুমান ৩৩ লিটার, মূল্য ১৬৫০০/-টাকা, মাাদক বিক্রির নগদ অর্থ ৮৪৩০/-টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেটসহ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সিরাজউদ্দৌলা রোডস্থ, নারায়নগঞ্জ কলেজের সামনে পাকা রাস্তার উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো: আব্দুল কাদির (৩৫), ও শ্রীনু (৩৫) কে আটক করেন। অভিযানকালে তাদের কাছ থেকে ৩৬ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল, ওজন অনুমান ৩৩ লিটার, মূল্য অনুমান ১৬৫০০/-টাকা, মাাদক বিক্রির নগদ অর্থ ৮৪৩০/-টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেটসহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর এএসপি মো: বাবুল আখতার গনমাধ্যমকে এক বিবৃতে জানান, আটককৃত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল । এছাড়াও আটককৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত