নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাং চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। ২৩শে জানুয়ারি রবিবার ফতুল্লা থানাধীন কাইয়ুমপুর সাকিনস্থ মৎস্য ভবন সংলগ্ন পূর্ব পাশের ফাঁকা বালুর মাঠে ডাকাতি করার জন্য প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো : মো. সুমন (২৫), দিপু রায় (২৩), মো. সাইফুল ইসলাম (২২), মো. হৃদয় হোসেন (২০) এবং মো. আনোয়ার হোসেন ওরফে শাওন (২৪)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে খেলনা পিস্তল, নগদ অর্থ, ৫টি সুইচ গিয়ার ছুরি, ৫টি ব্যবহৃত মোবাইল, চাপাতি এবং এসএস পাইপ জব্দ করে র্যাব।
২৪শে জানুয়ারি সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য হিসেবে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য প্রদর্শন করে ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।