নারায়ণগঞ্জ বার্তা ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেওভোগ ২৬ নং লক্ষ্মীনারায়ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনির হোসেনের নির্দেশনায় মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মাহবুবা খানম, রত্না রায়, নমিতা রানী সাহা, ঝিমি সাহা, শ্রভ্রা গায়েন, সুমিত্রা আচার্য্যছ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম সহ শিক্ষার্থীদের অভিুভাবকবৃন্দ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।