দূর্বার ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেমিতে উঠলো রাইফেল ক্লাব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ২য় বিভাগ বাছাই ক্রিকেট লীগের সেমিফাইনালে উঠলো রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমী। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে ৩১শে জানুয়ারি সোমবার সকালে টস জিতে রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমীর অধিনায়ক সাব্বির প্রথমে ব্যাট করতে পাঠায় দূর্বা ক্রিকেট ক্লাবকে। ৭ উইকেটে জয়ের মাধ্যমে রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমী সেমিতে উঠে চমক দেখায়।

৩৯ ওভার খেলে দূর্বার ক্রিকেট ক্লাব ১৫০ রান তোলে সব উইকেট হারিয়ে। পেসার আসাদুজ্জামানের দৃঢ়তায় দূর্বার ক্রিকেট ক্লাব দেড়শোর কোটায় পৌঁছায়। দলের রাব্বি ৩২ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৭ রান করেন। মহিন ৬৮ বলে ২ চারে ২৬,আসাদুজ্জামান ৭০ বলে ৪৭ রান করেন ৪ ছয়ে। হৃদয় খান ২ চারে ১৮ রান করেন। রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমীর মুন্না ৩টি, অরফান ও ইয়ামিন ২টি করে উইটে পান। জবাব দিতে গিয়ে দ্রæত রান তোলায় মনোনিবেশ করে রাইফেল ক্লাব ক্রিকেট একাডেমী। প্রতিপক্ষের ১৫০ রান দ্রুত তুলতে পারলে সেমিতে খেলার সুযোগ তাদের। এমন সমীকরণে চমক দেখায় তারা। ৩০.৫ ওভারে ১৫১ রান তুলে জয় পায়। উইকেট পড়ে ৩টি। দলের রাকিবুল ৫ চার ও ১ ছয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন। ইয়ামিন ৬ চারে ফিরেন ২৯ এবং রিজুয়ান ১ চারে ১৯ রান করেন। দূর্বার ক্রিকেট ক্লাবের কাওসার ২ উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর :

দূর্বার ক্রিকেট ক্লাব : ১৫০/১০(৩৯ ওভার) রাব্বি-৩৭, আসাদুজ্জামান ৪৭, মহিন-২৬, হৃদয় খান ১৮। অতিরিক্ত ১৬। মুন্না- ৩/১৫, আরফান-২/৩৪, ইয়ামিন-২/৩৪।

রাইফেল  ক্লাব ক্রিকেট একাডেমী : ১৫১/১০ (৩০.৫ ওভার) রাকিবুল ৬৪, ইয়ামিন-২৯, রিজুয়ান ৯। অতিরিক্ত-২০। কাওসার-২/৩৮। আম্পায়ার : মামুন ও শাহজাহান । স্কোরার : নাসির ।

add-content

আরও খবর

পঠিত