দূর্গোৎসব পালনে সব ধরনের সহযোগীতা করা হবে : পুলিশ সুপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে জেলাব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়াও বিভিন্ন মন্ডপ ও নগরীর বিভিন্ন স্থানে সাদা পোষাকধারী পুলিশও অবস্থান নিবে। শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পুলিশ সুপার।

অপরদিকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের সকল ধরনের সহযোগীতা ও আশ্বাসে আমরা সন্তুষ্ট। আমরা এ উৎসব উপলক্ষ্যে একটি আনন্দঘন পরিবেশ নারায়ণগঞ্জ বাসীকে উপহার দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাসুদেব চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস, রনজিত মন্ডল, বিশিষ্ট সাংবাদিক দিলিপ মন্ডল, সোনারগাঁর সভাপতি লোকনাথ দত্ত সহ অন্যান্য থানার নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত