নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রাজধানী ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিনের মতোই জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে অনুশীলন চলছে। কোচ স্টিভ রোডসের অধীনে কঠোর অনুশীলনে মগ্ন টিম টাইগার। প্রতিদিনের মতোই পেশাগত দায়িত্ব পালন করতে এসেছেন সংবাদকর্মীরা। নিউজ তৈরির জন্য গভীর মনযোগ সহকারে ক্রিকেটারদের অনুশীলন দেখছেন তারা। সঙ্গে কিছু উৎসুক দর্শকও আছেন। এর মাঝেই শুরু হলো –গণ্ডগোল-!
সম্প্রতি প্রকাশ পাওয়া তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা গেছে, মাঠ ছেড়ে দর্শকদের সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠেন এই অলরাউন্ডার। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে আরও দেখা যায় -মাঠে অনুশীলন করছেন মুশফিক- রিয়াদরা। মাঠের এক পাশে দাঁড়িয়ে যা দেখছিলেন কয়েকজন দর্শক। এ সময় পেছন থেকে দর্শকদের গায়ে ঢিল ছুড়ছিলেন মাশরাফি। তবে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে ঢিল ছুড়া হচ্ছিলো।
পেছনে একটি ঝোপ থেকে একটু পর পর উকি দিয়ে ঢিলা ছুড়ে আবার লুকিয়ে যান তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে এভাবেই দুষ্টুমিতে মেতে ওঠেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
তা ছাড়া ভিডিওতে আরো দেখা গেছে, দর্শকদের সঙ্গে রেলিংয়ের ওপর ভর দিয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুশীলন দেখছিলেন। তাদের একজনকেই পেছন থেকে ঝোপের আড়াল থেকে লুকিয়ে ঢিল ছুড়ছিলেন মাশরাফি। পরে অবশ্য তাকে দেখে ফেলেন তারা। এরপর মাশরাফি মাঠে চলে যান।