দুর্বৃত্তরা লুটে নিলো ৩০ লাখ টাকার মাছ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : রূপগঞ্জে  খামারের প্রহরীর হাত-পা বেঁধে ৩০ লাখ টাকার মাছ দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। শনিবার গভীর রাতে পুর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরে ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই প্রহরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, রোববার সকালে উপজেলার বরপা এলাকায় একটি ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য পানি ফেলার কারনে আরেকটি মাছের খামারের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্থ খামারী মহাসিন জানান, তিনি পুর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টরের একটি খালে মাছের খামার করেন। সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে খামারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়। গত ৩ নভেম্বর রাতে প্রহরী সাইফুল ইসলামের যোগসাজশে দুর্বৃত্তরা মাছ লুটে  নেয়। মাছ লুটে নেওয়ার ঘটনায় নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, প্রতিপক্ষ রহমন, পলাশ, হালিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন খামার মালিক মহসিন মিয়া। পরে খামারের নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব দেয়া হয় কমর উদ্দিন নামে এক ব্যক্তিকে।

এ ঘটনার জেরেই  শনিবার গভীর রাতে ঐ দুর্বৃত্তরা প্রহরী কমর উদ্দিনকে  অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে  খামারে  বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের ফলে খামারের  মাছ মরে ভেসে উঠে। এসময় জাল দিয়ে পুরো মাছ লুট করে ট্রাক যোগে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপরদিকে জাহাদুল্লাহ সিকদার জানান, স্থানীয় আশরাফুল সিকদার ও মিশু ভুইয়া মিলে বরপা এলাকায় একটি খামার করেন। রোববার  সকালে পার্শবর্তী লিতুন ফেব্রিক্স নামে একটি ডাইং কারখানার বিষাক্ত পানি খামারে ছেড়ে দেয়। বিষাক্তি বর্জ্য পানির কারণে  খামাররের মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন খামারিরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পৃথক ঘটনার বিষয়ে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

আরও খবর

পঠিত