দুর্গোৎসব শেষে শীতলক্ষ্যার তীরে অশ্রুজলে প্রতিমা বিসর্জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশের পাশাপাশি বিষাদের ছায়ায় সম্পন্ন হল শুভ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার সমাপ্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবটি। মায়ের বিদায় বলে কথা তাই মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব শেষ দিনে নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট সংলগ্নে শীতলক্ষ্যার তীরে অশ্রুজলে প্রতিমা বিসর্জন করে হাজারো ভক্তবৃন্দ।

শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হয়েছে। ঢাকের বাদ্যে বিদায়ের মূর্ছনায় বাজেছে বিসর্জনের সুর। দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসেন ঘোড়ায় চড়ে। মঙ্গলবার বিজয়া দশমীতে এয়োস্ত্রীদের দেবীবরণ ও সিঁদুর খেলার পর স্বামীগৃহের উদ্দেশ্যে বিদায় নেন এবার পালকীতে।

মায়ের বিদায় বলে কথা। তাই সকাল থেকেই মন্ডপে মন্ডপে নামে ভক্তের ঢল। ঢাক আর শঙ্খধ্বনি। টানা মন্ত্র পাঠ। উলুধ্বনি আর অঞ্জলি। সঙ্গে ঢাকের বাদ্য, নাচ, সিঁদুর খেলা। ভক্তরা র্প্রাথনা করে বলেন, মাগো তুমি র্দুগতি নাশ করো। শান্তি দাও, আমাদের শান্তি দাও। ধান, দুর্বা, মিষ্টি, লাড্ডু আর আবির দিয়ে দেবীকে বিদায় জানানোর আয়োজন ছিলো চার দিকে। শারদীয় উৎসব শেষে অশ্রুজলে দেবীকে বিদায় জানালো ভক্তবৃন্দ। বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার ছিলো সরকারি ছুটি। বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালাও প্রচার করা হয়েছে। সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে বিশেষ সংবাদ।

এ সময় পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানায়, এবারের দুগোৎসবের আয়োজন আমারা খুব ভালোভাবে উপভোগ করেছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সম্মূখিন হতে হয়নি। আর এজন্য সাংসদ, প্রশাসন, সাংবাদিক সহ অন্যান্য র্ধমাবলম্বী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।জানা গেছে, জাকঁজমকপূর্ণভাবেই জেলার ২০৫ টি মন্ডপে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবাচাইতে বড় উৎসব দুর্গা পুজা। আর এ পুজাকে কেন্দ্র করে সকল মন্ডপেই ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এক দিকে বিদায়ের সুর। অন্যদিকে উৎসবের আমেজ । শহরের গলাচিপা রামকানাই আখরা মন্দির, কুড়িপাড়া মন্দির, পালপাড়া, আমলাপাড়া, নন্দিপাড়া, শাহা পাড়া, বলদেব মন্দির থানার পুকুর পাড় সহ বিভিন্ন মন্ডপে আবির উৎসবের ঢেউ উপচে পড়ে। সকালে ছিল দর্পণ ঘট বিসর্জন।প্রতিমা বিসর্জনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি দীপক কুমার সাহা সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সদর ইউএনও নাহিদা বারিক, এএসপি মেহেদী সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার সাহাসহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।

add-content

আরও খবর

পঠিত