দুনিয়ার চাকচিক্যে নিজেকে উজার করে দিওনা : আহমাদ শফী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ১লা এপ্রিল সোমবার মাহমুদ নগর হাজী তাহের আলী ডকইয়ার্ড প্রাঙ্গন এ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আরব ওয়াল আজম আওলাদে রাসুল আল্লামা হুসাইন আহামাদ মাদানী রহ: সুযোগ্য খলিফা শাইখুল ইসলাম আল্লামা আহমাদ শফী দা.বা.।

প্রধাণ অতিথি ও প্রধান মেহমান হিসেবে তিনি সূদুর চট্রগাম হাটহাজারী থেকে হেলিকপ্টার যোগে নারায়ণগঞ্জ বন্দর সোনাকান্দাস্থ ঐতিহ্যবাহী হাট সংলগ্ন মাঠে দুপুর সোয়া ১টায় হেলিকপ্টার লেন করে প্রাইভেটকারে মাহমুদ নগর জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় মধ্যাহ্যভোজ শেষে মাহমুদ নগর হাজী তাহের আলী ডকইয়ার্ড প্রাঙ্গন মহা সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শাইখুল ইসলাম আল্লামা আহমাদ শফী মুসলিম উম্মাহর উদ্দেশ্যে বলেন,যারা দুনিয়াতে ওলামা-মাশায়েখদের সঙ্গে চলাফেরা করেছেন,আল্লাহ-রাসুলের নির্দেশ মতে আমল করেছেন হাসরের ময়দানে তারা মুমিন হয়ে তাদের সঙ্গেই সাক্ষাত হবে। শ্রেষ্ঠনবী হযরত মোহাম্মদ মোস্তফা (দ:) এর সুন্নতকে জিন্দা রেখে দাড়ি রেখে ৫ ওয়াক্ত নামাজ কাযা করে নাই তাদের নিবাস হবে জান্নাতের সুপরিসর স্থানে।

তিনি আরো বলেন, বাবারা দুনিয়ার চাকচিক্য দেখে নিজেকে উজার করে দিওনা। বেচে থাকতে পিতা-মাতাকে যারা অবহেলা করবে,অবজ্ঞা করবে তারা যত আমলই করুক আর যত বড় পিরের মুরিদই হোক কোন কাজে আসবেনা। পিতা-মাতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সময় থাকতে যারা আখেরাতের জন্য সঞ্চয় করবেন পরকালে তাদের জন্য রয়েছে শান্তি আর শান্তি।

জামিয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে মহা সম্মেলনে গুরুত্বপূর্ণ বয়ান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের  বেফাক) আল্লামা আব্দুল কুদ্দুছ দা.বা,নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল দা.বা,আমলাপারা মাদ্রাসার মহতামিম আল্লামা আব্দুল কাদির দা.বা, জামিয়া হাজী শাহজাদী বায়তুল কুরআন মাদ্রাসার  মুহতামিম আল্লামা ছগির আহমেদ দা.বা।

এ সময় উপস্থিত ছিলেন কর্সফুলি শিপ বিল্ডার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ,কদমতলী চাউল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ,অত্র মাদ্রাসার সেক্রেটারী সোহেল করিম রিপন, কদমতলী স্টীল মিলের এমডি সিরাজুল ইসলাম, বাংলাদেশ স্টীল এসোসিয়েশনের সভাপতি শেখ ফজলুল হক বকুল,মাহমুদ নগর পঞ্চায়েত কমিটির সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।

পরিশেষে শাইখুল ইসলাম আল্লামা আহমাদ শফী অত্র মাদ্রসার ১৬জন মুফতি ও ২০জন হাফেজকে পাগরী পড়িয়ে সম্মননা প্রদান শেষে বিকাল পোনে ৪টায় হেলিকপ্টার যোগে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

add-content

আরও খবর

পঠিত