দুই দফা দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে দুই দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে ঘন্টাব্যাপী শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে অংশ নেন।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুইয়ের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ও আসাদুজ্জামান জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দ্রুত স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী সহ আরো কঠোর কর্মসূচী বাস্তবায়নের কথা জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

 

add-content

আরও খবর

পঠিত