নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এবার বন্দরে ঘরে শত্রু বিভিশন ! নাগরিক ঐক্য কমিটির আড়ালে আওয়ামীলীগ নেতা মুছাপুরের কাদির ডিলার দলের সিদ্ধান্ত ছাড়াই নিজেকে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষনা দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ১৩ মার্চ রোববার তার বাড়িতে কয়েক জন লোককে দাওয়াত দিয়ে খাইয়ে নিজেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের নৌকা প্রতীক তাকে দিয়েছে বলে বিভ্রান্ত ছড়িয়ে বেড়াচ্ছে। মুছাপুর এলাকার জনি ও রহিম জানান, বিগত সংসদ নির্বাচনে কাদির ডিলার বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মনোনিত প্রার্থী এ.কে.এম সেলিম ওসমানের বিপক্ষে গিয়ে নাগরিক ঐক্য পরিষদের প্রার্থী সাবেক এমপি এস এম আকরামের পক্ষে প্রকাশ্যে কাজ করেন।
এ নিয়ে তিনি তৎকালিন নির্বাচনে অনেক বির্তকের সৃষ্টি করেছিলেন। এবার তিনি মুছাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমানের ভাই রিয়াজুল ইসলামকে বিএনপি থেকে মনোনয়ন নেয়ার জন্য জোড়ালো ভাবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের সাথে আলাপ করলে তিনি বলেন, এখনও কাউকে দলীয় ভাবে মনোনিত করা হয়নি। কাদির ডিলার কিভাবে নৌকা প্রতীক তাকে দেয়া হয়েছে বলে বেড়াচ্ছেন তা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে কাদির ডিলারের সাথে আলাপ করলে তিনি বলেন, মুছাপুরে আর কোর প্রার্থী নেই। আওয়ামীলীগের বর্ধিত সভায় আমাকে প্রতীক ও মনোয়ন দিয়েছে। আমিই আওয়ামীলীগের মনোনিত প্রার্থী।