দখলদারদের কবলে কেন্দ্রীয় ঈদগাহ !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দখলদারদের হাত থেকে রক্ষা পেল না নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ। শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। ২৫ দিন পরই পবিত্র ঈদ-উল ফিতর। কিন্তু প্রথম রোজার দিন থেকেই কেন্দ্রীয় ঈদগাহ এর মূল ফটকের পাশেই বড় একটা অংশ দখল করে ফাস্ট ফুডের দোকান খুলেছেন জনৈক প্রভাবশালী। তাও অস্থায়ী নয়, স্থায়ীভাবে।

এতোদিন গেটের সামনে একটি নার্সারি থাকলেও এর পেছনে ফাস্ট ফুডের দোকান চালু করা হয়েছে। অথচ ঈদের ঠিক আগে নামাজ পড়ানোর দায়িত্ব নিতে জেলা প্রশাসন তোড়জোড় শুরু করেন। গেল বছর অবশ্য শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে নামাজ হয়েছে। এবারও স্থানীয় সাংসদ ঘোষনা দিয়েছেন ঈদের নামাজের ব্যবস্থা করবেন। এ দখলের ফলে যেমনি ঈদগাহ এর সৌর্ন্দয নষ্ট হচ্ছে, তেমনি গ্রাহকদের পদচারণায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই অতিশিঘ্রই এর উচ্ছেদ চায় স্থানীয়রা।

add-content

আরও খবর

পঠিত