থানা ছাড়লেন মেয়র : ঠিকাদার জাকির কারাগারে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আইনি প্রক্রিয়া অব্যাহত পরিশেষে নারায়ণগঞ্জ সদর থানা প্রাঙ্গন ত্যাগ করলেন মেয়র আইভী। ৩১ র্মাচ বৃহস্পতিবার সকাল ১০ টায় নাসিক ঠিকাদার জাকির হোসেনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালতে ঠিকাদার জাকির হোসেন এর জামিন আবেদন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চাঁদনী রূপম তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।1

উল্লেখ্য, রেলওয়ের জমি জোরপূর্বক দখল, ক্ষতিসাধন ও সরকারী কাজে বাঁধা প্রদানসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষের মামলায় বুধবার ৩০ মার্চ রাতে নাসিক ঠিকাদার জাকিরের বাসা থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী রেলওয়ের স্টেট অফিসার ইকবাল মাহমুদ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের  করে যার নং-৪৪, ২৭(৩)১৬। জিমখানায় রেলওয়ের জমিতে নির্মানাধীন পার্কের দুই ঠিকাদার আবু সুফিয়ান ও জাকির হোসেনসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এঘটনার খবর পেয়ে বুধবার রাত ১১ টায় সদর মডেল থানায় উপস্থিত হন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ তার নিয়ন্ত্রিত প্যানেল মেয়র ও কয়েকজন কাউন্সিলর। একপর্যায়ে নাসিক মেয়র ও কাউন্সিলরদের সাথে সদর থানার দায়িত্বরত পুলিশদের মধ্যে মৃদু বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর মেয়র ক্ষুব্দ হয়ে সারারাত অবস্থান নেয় এবং ভোর ৫ টায় সদর থানা ত্যাগ করেন মেয়র আইভী। এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ মনিরুজ্জামান মনির, কাউন্সিলর অসিত বরন, জেলা যুবলীগ সভাপতি আঃ কাদিরসহ কিছু সংখক নেতা কর্মী।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত