তৎপরতা নেই বিএনপির, শহর ছিলো শান্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদ দাতা ) : বিএনপি চেয়ারপার্সণ খালেদা জিয়ার মামলার রায় ঘোষনা হলো গতকাল। আর এ রায়কে ঘিরে দেশব্যাপী মানুষের মাঝে ছিলো উদ্বেগ ও উৎকন্ঠা। সকল স্থানেই যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিলো পুলিশ প্রশাসন। বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ টহল আর সতর্ক অবস্থানের কারনে নিñিদ্র নিরাপত্তার চাঁদরে ঢাকা ছিলো নারায়ণগঞ্জ।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোসহ নগরজুড়েই ছিলো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রতীক্ষা শেষে রায় ঘোষনা হলেও নারায়ণগঞ্জে বিএনপি’র কোন তৎপরতা না থাকায় অলস সময় পার করতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিকে সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশেষ অবস্থান নিয়ে র‌্যাবের পক্ষ থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে র্সবসাধারণকে শান্ত থাকার আহবান জানানো হয় ।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসানের নেতৃত্বে র‌্যাবের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানানো হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা র‌্যাবের সাথে যোগ দেয় এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শরফুদ্দিন এর নেতৃত্বে পুলিশ বাহিনীও নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিতে তাদের শক্ত অবস্থানের কথা জানান।

বিশেষ নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ক ) শরফুদ্দিন বলেন, আমরা জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর আছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিলো ।

উল্লেখ্য, গতকাল রায় ঘোষনায় জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় বিএনপি চেয়ারপার্সণ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার বাকী আসামীদের ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত