ত্যাগ ও শোকে আশুরা পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১০ মহররম কারবালার প্রাঙ্গণে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইনের মৃত্যুর দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন হিসেবে আশুরা পালিত হয়। সারাবিশ্বের মতো নারায়ণগঞ্জেও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আশুরা। ১লা অক্টোবর রবিবার আশুরা উপলক্ষে দুপুর ২টার পর নগরীতে কারবালার মর্মান্তিক শোকের স্মরণে তাজিয়া মিছিল শুরু হয়।

তাজিয়া মিছিল সাজানো হয়েছে কারবালার শোকের নানা প্রতিকৃতি দিয়ে। অংশগ্রহণকারীরা বহন করছেন বিভিন্ন নিশান। তাজিয়া তৈরি করা হয়েছে ইমাম হোসাইনের সমাধির আদলে। এছাড়া অনেকেই বুক চাপড়ে হায় হোসেন, হায় হোসেন বলে মাতম করছে। শহরের বিভিন্ন মসজিদগুলোতে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন পাড়া-মহল্লাতে গরীব-দুঃখীদের মাঝে খিচূড়ী বিতরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত