নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : তুমুল ঝড়ে লন্ডভন্ড করে দিলো ছিন্নমূল শিশুদের মাথাগুজার শেষ আবাসস্থল। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ মূষলধারায় বৃষ্টি হয়। এতে করে নগরীর ৫ নং টার্মিনাল ঘাট সংলগ্ন ছিন্নমূল শিশুদের জন্য গড়ে উঠা একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে বসবাস করতো আড়াই বছরের শিশুসহ ১৪ বছরের ১৫ জন ছিন্নমূল শিশু।
রাতে আশ্রয় কেন্দ্রটির পরিচালক হাবিব প্রধান এ ঘটনার খবর প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানকে জানালে সঙ্গে সঙ্গে তাদের আশ্রয়ের জন্য ব্যবস্থা করে দেন। এছাড়াও তাদের খাদ্য, বস্ত্র ও শিক্ষার জন্য যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। স্থায়ী কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ্য জনকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে আশ্রয়ের কথা জানালে এ সময় সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম লিমন নিজ শারিরীক অসুস্থতা নিয়েই দুই জন মহিলাকে অভিভাবক নিযুক্ত করে ছিন্নমূল শিশুদের পৌছে দিয়ে আসে।
এ ব্যাপারে ৫ নং টার্মিনাল ঘাট সংলগ্ন আশ্রয় কেন্দ্রের পরিচালক হাবিব প্রধান বলেন, আমরা এই পর্যন্ত ২৮ জন ছিন্নমূল শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। যারা বিভিন্ন সময় সড়কের পাশে মাদক গ্রহণ করতো। সমাজের বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলো। পথে ঘাটে ভিক্ষা করতো। যাদেরকে আমরা এই আশ্রয় কেন্দ্রে বিনামূল্যে খাদ্য থেকে শুরু করে চিকিৎসা সেবা দিয়ে আসছি। যার সম্পূর্ণ দায়ভার ও আর্থিক সহযোগীতা করতেন আজমেরী ওসমান। রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি হওয়ায় ছাউনিগুলো সরে যায়। তাছাড়াও পানিতে বিছানা ও লেপতোষক ভিজে যায়। পরবর্তীতে সকল শিশুদের নিয়ে তার বাড়িতে গিয়ে জানালে তিনি ছিন্নমূল শিশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেন।